আড়াইহাজারে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২০ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ কেজি ইলিশ ও দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রেজাউল করিম এ অভিযান পরিচালনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল করিম বলেন, সকাল থেকে মেঘনা নদী ও তীরবর্তী বিশনন্দী, চৈতনকান্দা, টেটিয়া, দয়াকান্দা, খাগকান্দা ও কালাপাহাড়িয়া এলাকায় অভিযান চলে। এ সময় জেলেদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ 

তিনি আরও বলেন, উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ফেরিঘাটে জব্দ করা কারেন্ট জাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যান।

মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহীদুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুদা আক্তার ও খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।