বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের শুরুটা ভালো ছিল: আকরাম খান
বিশ্বকাপের শুরুটা খুবই ভালো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. আকরাম খান।
তিনি বলেন, আমরা আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিতেছিলাম। একটা মেজর টুর্নামেন্টের প্রথম ম্যাচ জেতা মানসিকভাবে সাপোর্ট পাওয়া যায়। তারপর যে তিনটা ম্যাচ খেলেছি আমাদের যে আশা ছিল সেরকম করতে পারিনি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান ওসমান আলী স্টেডিয়ামের সংস্কার কাজের পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আকরাম খান বলেন, এখনও মাঝামাঝি অবস্থানে আছি। আমাদের আরও পাঁচটি খেলা আছে। আমরা আশা করে গিয়েছিলাম সেমি ফাইনালে খেলা। সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আফগানিস্তান দুইটা বড় দলকে হারিয়েছে। আমারাও অন্তত দুই থেকে তিনটা বড় দলকে হারাতে পারি তাহলেও আমরা লক্ষ্যে পৌঁছাতে না পারলেও ভালো অবস্থানে যাবো।
তিনি আরও বলেন, আশা করছি বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডে ক্রিকেটে সেভাবে যেন খেলতে পারে। আর সেটা পারলে আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম