বগুড়া

ঢাকা-রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩১ অক্টোবর ২০২৩

বগুড়ার মাটিডালি ও বনানীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ রেখেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও হাতে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করছেন তারা।

jagonews24

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল খাদেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অবরোধের পক্ষে অবস্থান নিয়েছেন।

বর্তমানে মহাসড়কের দুপাশে সবরকম যানবাহন চলাচল বন্ধ আছে। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ওষুধ পরিবহনকারী যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে।

jagonews24

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে আমরা প্রতিহত করবো।

এদিকে অবরোধের প্রথম দিন ভোর থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবি টহল শুরু করেছে। অবরোধকারীদের কিছুটা দূরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত অবরোধকারীদের ওপর কোন অ্যাকশনে যেতে দেখা যায়নি।


এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।