বগুড়ায় বিএনপির মিডিয়া সেলের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০১ নভেম্বর ২০২৩

বগুড়ায় বিএনপির অবরোধ কর্মসূচি থেকে দলটির মিডিয়া সেলের সদস্য ও যুবদল নেতা রাশেদ রহমানকে (২৯) আটক করেছে পুলিশ।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাশেদ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের বগুড়ার প্রতিনিধি ও শহর যুবদলের সদস্য।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশ সড়ক ছেড়ে সরে যেতে বললে তারা ইটপাটকেল নিক্ষেপ করেন ও হাতবোমার বিস্ফোরণ ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় রাশেদ সংবাদপত্রের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে উসকানিমূলক ভিডিও প্রচার করতে থাকেন। বিষয়টি টের পেয়ে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বগুড়ার মাটিডালি ও বাঘোপাড়ায় সহিংসতার ঘটনায় রাশেদ সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।