গাজীপুরে শ্রমিকদের ছোড়া ইটে পুলিশের এএসপি-পরিদর্শক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পুলিশ বাধা দিলে শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপি ও এক পরিদর্শক আহত হন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবত বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন।

পুলিশ পাল্টা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।

আহত এএসপি আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আমিসহ পরিদর্শক আবদুর নুর রক্তাক্ত জখম হই।

আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।