গাজীপুরে ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জসহ ৬ জনকে মারধর
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে বিরতিহীন ট্রেন না থামানোয় স্টেশন ইনচার্জসহ ছয়কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন- জয়দেবপুর রেলওয়ে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলী, রেলওয়ে নিরাপত্তা কর্মী রাশেদ মণ্ডল, রাসেল হাওলাদার, আব্দুল মজিদ, মনির হোসেন ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলীকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য গাজীপুর থেকে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছিলেন। ওই সময় কোনো ট্রেন না থাকায় ও আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে না পারায় ক্ষুব্ধ হয়ে স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: ট্রেনে পাথর নিক্ষেপ, হাত কেটে লোকোমাস্টার আহত
স্টেশন ইনচার্জ হানিফ আলী জানান, সমাবেশে ঢাকায় লোকজন যাচ্ছিল। তাদের জন্য কোনো ট্রেন রিজার্ভ ছিল না। ওনারা যে সময় যাওয়ার আগ্রহ প্রকাশ করেন তখন শুধু চাঁপাই এক্সপ্রেস ছিল। ঢাকার কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল ৪টার পর থেকে ট্রেনটি আবার চালবে। তাদের দাবি ছিল রিজার্ভ করা ট্রেন থামিয়ে তাদের তুলে দেওয়ার। কিন্তু রিজার্ভ করা ট্রেনের লোকদের আপত্তির মুখে সেগুলো থামানো যাচ্ছিল না।

অপর স্টেশন মাস্টার মুন্না বণিক জানান, মারধরের পর স্টেশন মাস্টার হানিফ আলীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ৮১২ নম্বর রুমে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা আন্তরিক ছিলাম তাদের ট্রেনে তুলে দিতে। হঠাৎ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম