গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৫ নভেম্বর ২০২৩

গাজীপুরের গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে। রোববার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন বলেন, ভোগড়া বাইপাস এলাকার একটি সিএনজি স্টেশন থেকে মীরেরবাজারের একটি কারখানার জন্য সিলিন্ডারে করে গ্যাস নিয়ে যাচ্ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: এমপির লরি পোড়ানোর মামলায় গ্রেফতার দুই

এদিকে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালিগাঁও চৌধুরী বাড়ি এলাকায় রোববার ভোরে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হলে ধাওয়া করে সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সজিব এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী স্বাধীনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মো. আমিনুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।