তৃতীয় দফা অবরোধ

‘আল্লাহর ওপর ভরসা করে মহাসড়কে বের হয়েছি’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

তৃতীয় দফা অবরোধের প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন ও যাত্রীর চাপ। তবে অবরোধের অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে আঞ্চলিক পরিবহন কিছুটা বেড়েছে। কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় কম।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে সাইনবোর্ড, মৌচাক বাসস্ট্যান্ড ও শিমরাইল মোড় গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই যানবাহনের সংখ্যা খুবই কম রয়েছে। পাশাপাশি যেসব যানবাহন মহাসড়কে চলাচল করছে তাদের আবার যাত্রীর জন্য দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে।

নূর মিয়া নামের মনজিল পরিবহনের এক বাসচালক বলেন, দীর্ঘক্ষণ ধরে চিটাগাংরোড বাসস্ট্যান্ডে যাত্রীর জন্যে অপেক্ষা করছি। অথচ অবরোধ না থাকলে যাত্রীরা উল্টো গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন

আশরাফুল আলম নামে এক লেগুনাচালক বলেন, সকাল থেকেই যাত্রী তুলনামূলক কম। যাত্রীর জন্য আমাদের বিভিন্ন স্টপেজে বারবার থামতে হচ্ছে।

নাফ পরিবহনের চালক রিয়াজুল হাসান বলেন, আতঙ্ক নিয়ে আল্লাহর ওপর ভরসা করে মহাসড়কে বের হয়েছি। তবে মহাসড়ক যানবাহন কম থাকায় সহজেই এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছি।

কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, ভোর সকালে কিছুসংখ্যক দূরপাল্লার বাস চলাচল করেছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। কি কারণে চলছে না তা জানা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের নিরাপত্তার জন্যে সড়কে অবস্থান করছে। যেকোনো নাশকতা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।