পাট প্রতীকে নির্বাচন করবে তৃণমূল বিএনপি: তৈমূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৩

আমি তৃণমূল বিএনপির মহাসচিব। বিরোধী দলীয় যে ঐক্যজোট হতে যাচ্ছে আছে তার মুখপাত্র আমি। আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রুপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাসভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এ প্রস্তুতি সভার আয়োজন করেন তিনি।

তিনি আরও বলেন, আমি সরকারের সাথে কোনো জোটে যাবো না। আমার দল তৃণমূল বিএনপি অন্যান্য দলের সঙ্গে জোট করবে। আমি যদি এমপি নির্বাচিত হই আমাকে কোনো কমিশন দিতে হবে না। আমার কোনো এপিএস থাকবে না। জনগণ সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে।

এসময় অ্যাডভোকেট আলী হোসাইন, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাষানী ভূইয়া ও ইসমাঈল মোল্লা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।