রংপুরে নতুন-পুরাতনে আওয়ামী লীগের মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকায় রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে তিনজন নতুন মুখ এলেও পুরনো তিনজনে ভরসা রেখেছে দলটি।

তালিকায় রংপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু।

রংপুর-২ আসনে আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, রংপুর-৫ আসনে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান এবং রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরমধ্যে বর্তমান সংসদ সদস্য হিসেবে পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন রংপুর-২ আসনে আহসানুল হক ডিউক চৌধুরী, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি ও রংপুর-৬ আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান দলীয় মনোনয়র ফরম সংগ্রহ করেননি। এ আসনে মনোনয়ন পেয়েছেন তার ছেলে রাশেক রহমান।

এদিকে, দলীয় মনোনয়নের তালিকা প্রকাশের পরপরই রংপুরের কয়েকটি স্থানে আনন্দ মিছিল বের করেন সমর্থকরা। আগে থেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিলেন তারা।

উল্লেখ্য, রংপুরের ছয়টি আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম তুলে জমা দিয়েছিলেন ৩৬ জন।

জিতু কবীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।