নীলফামারীতে লাঙল নিয়ে লড়বেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:২৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৯টিতে প্রার্থী ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এরমধ্যে নীলফামারীর চার সংসদীয় আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বনানীতে অবস্থিত চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

জানা গেছে, নীলফামারী-১ (ডোমার ও ডিমলা উপজেলা) আসনে জাতীয় পার্টির ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক লেফট্যানেন্ট কর্নেল (অব:) তসলিম উদ্দীন, নীলফামারী-২ (সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির জেলা কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান আলী চৌধুরী, নীলফামারী-৩ (জলঢাকা উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য মেজর (অব:) রানা মো. সোহেল, নীলফামারী-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির নীলফামারী জেলার সভাপতি আহসান আদেলুর রহমান মনোনয়ন পেয়েছেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।