রংপুরে আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশনের ৯-৩৩ নম্বর ওয়ার্ড) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য স্নিগ্ধা রানী চক্রবর্ত্তী তাকে এ নোটিশ দেন।
এতে বলা হয়েছে, রংপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আপনার নাম (তুষার কান্তি মণ্ডল) ঘোষণার পর বুধবার (২৯ নভেম্বর) দুপুরে নেতাকর্মীসহ মোটরসাইকেল বহর নিয়ে মিছিল করেন, যা নির্বাচন আচরণ বিধিমালার গুরুতর লঙ্ঘন। এ বিষয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় রংপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ১ নম্বর কক্ষে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তুষার কান্তি মণ্ডল বলেন, আমি কোনো মিছিল করিনি। যেহেতু নোটিশ দিয়েছে তাই লিখিত ব্যাখ্যা দেবো।
জিতু কবীর/এসআর/এএসএম