ওমান থেকে দেশে এলো প্রবাসী খাইরুলের মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

জীবিকার সন্ধানে ভাগ্যের চাকা ঘোরাতে ওমান গিয়েছিলেন। তবে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে দেশে ফিরলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা খাইরুল ইসলাম (৪৪)।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহ দেশে আসে।

খাইরুল মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত আজিজুল হক চৌধুরীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় ওমানে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় নিহত হন খাইরুল ইসলাম। খাইরুলের স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

আরও পড়ুন: আড়াই মাস পর দেশের মাটিতে প্রবাসী জহিরের মরদেহ দাফন

খাইরুলের চাচাতো ভাই রেজাউল করিম চৌধুরী জানান, ওমানে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসে। এরপর আসরের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, ওমানে সড়ক দুর্ঘটনায় খাইরুল নামে এক প্রবাসী মারা গেছেন। তার মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করেছি।

এম মাঈন উদ্দিন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।