খুলনায় বিএনপির ৫০ নেতাকর্মীর নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৪:২২ এএম, ০৮ ডিসেম্বর ২০২৩

পুলিশের ওপর হামলা ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের অভিযোগে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরজাসহ বিএনপির ৫০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. আশিক রেজা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। বুধবার (৬ ডিসেম্বর) হামলার ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আসামিদের মধ্যে রয়েছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, মাহাবুব হাসান পিয়ারু, হাফিজুর রহমান মনি, ইয়াছিন আরাফাত সাগর, ফারুক খান, একরামুল কবির মিল্টন, হুমায়ুন কবির পলাশ।

এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ওজোপডিকো, বাংলাদেশ বেতার, কেপিআই ধ্বংস করার উদ্দেশ্যে ককটেলসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ৬ ডিসেম্বর দুপুরের দিকে শেরে বাংলা রোডে একত্রিত হন। এসময় পুলিশ সেখানে অভিযান চালালে তারা গ্রেফতার এড়াতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটান। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর করে।
ঘটনাস্থল থেকে ৫টি ককটেলসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আলমগীর হান্নান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।