ভাইয়ের মৃত্যুর পরদিনই চলে গেলেন বোন সাবেক শিক্ষিকা মমতাজ মহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের হালিমা বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ মহল রেখা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।

মমতাজ মহল ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আব্দুস সামাদের সহধর্মিণী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি শহরের ২নং হাবেলি গোপালপুরের বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি স্বামী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। এর আগে তার আরেক সন্তান হামিম মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র একদিন আগে বুধবার রাতে মমতাজ মহল রেখার ভাই শহরের আলীপুর পাকিস্তানপাড়া নিবাসী সাবেক ব্যাংকার হাফেজ শহিদুল হক মিলু (৭০) ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ জোহর হাফেজ মিলুর জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল। ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরদিনই মারা গেলেন বোন মমতাজ।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।