ফরিদপুরে একরাতে ১৪ দােকানে চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের মধুখালী বাজারে একরাতে ১৪টি দােকানে চুরির ঘটনা ঘটেছে। প্রায় ছয় লাখ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে চোরেরা।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (১৭ ডিসম্বর) সকালে কয়েকঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা।

jagonews24

মধুখালী বাজার প্রায়ই এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন বলেন, আগের ঘটনায় চােরদের আটক করা হয়েছে। গতরাতের চুরির সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করি।

এ বিষয়ে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত সহায়তা দেওয়া হবে।

jagonews24

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হােসেন বলেন, এখনো কােনো অভিযােগ পাইনি। তবে পুলিশ এরইমধ্যে তাদের কাজ শুরু করেছে। খুব শিগগির অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।