ফরিদপুর
কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আসামি গ্রেফতার
ফরিদপুরের মধুখালীতে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সুদীপ্ত কুমার বিশ্বাসকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই তরুণকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
রোববার (১৭ ডিসেম্বর) রাতে পাশের মাগুরা জেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুদীপ্ত মাগুরার শ্রীপুর উপজেলার মালাইনগর গ্রামের বাসিন্দা।
গত ৩ নভেম্বর এ মামলার আসামি চঞ্চল সরকারকে (২০) গ্রেফতার করে মধুখালী থানা পুলিশ। চঞ্চল মধুখালীর মাঝিবাড়ি এলাকার বাসিন্দা। চঞ্চল সেদিনই ফরিদপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গণধর্ষণের শিকার ওই তরুণী মধুখালীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গত ১ নভেম্বর দুপুর তিনটার দিকে ওই তরুণীকে ডেকে নিয়ে এসে মধুখালীর বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের একটি ছাপড়া ঘরে নিয়ে সুদীপ্ত, চঞ্চল, অন্তর বিশ্বাস (২০) ও অশোক সরকার (২০) ধর্ষণ করে। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে গত ২ নভেম্বর মধুখালী থানায় চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, এ পর্যন্ত মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. মিজানুর রহমান, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনসহ পুলিশ কর্মকর্তারা।
এন কে বি নয়ন/এমএইচআর