বগুড়ায় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩
জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন শীতার্তদের হাতে কম্বল তুলে দেন

বগুড়া জেলার শেরপুরের জামুন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে ৭০০ কম্বল বিতরণ করেছে সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৪ সিগন্যাল ব্যাটালিয়ন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।

এছাড়া কাহালু উপজেলার কালিপাড়া ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দূর্গাহাটা ও আশেপাশের এলাকার ৫০০ গরিব ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে সেনাবাহিনী।

আরও পড়ুন: আজিজুল হক কলেজে পরিবহন খাতে হরিলুট

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের এ আয়োজন করা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ‘দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সেই লক্ষ্যে বিনামূল্যে দরিদ্র মানুষের মাঝে শস্য বীজ বিতরণ করেন সেনাসদ্যরা।

জানা যায়, বগুড়া ও নাটোর জেলার বিভিন্ন স্থানে স্থানীয় শীতার্তদের মাঝে সর্বমোট ২ হাজার ৯৭টি কম্বল বিতরণ করেন সেনাবাহিনীর জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।

আরও পড়ুন: ফুলগাছ খাওয়ায় ১২ ছাগলকে থানায় নিলো পুলিশ, মালিকদের জরিমানা

এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান, এএফডব্লিউসি, পিএসসি ও ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শামীম হাসান, পিএসসি, সিগস্।

সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।