ফরিদপুর-৪

রাজনীতির মাঠে নিক্সনের মেয়ে নাজুরা, বাবার জন্য চাইলেন ভোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০১:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর মেয়ে নাজুরা মুজিব চৌধুরী বাবার জন্য ভোট চেয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে বাবার ঈগল মার্কার প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে আয়োজিত এক সমাবেশে যোগ দেন নাজুরা মুজিব। এ সময় নিক্সন চৌধুরী তার মেয়ের রাজনীতিতে অভিষেক ঘোষণা করেন।

সমাবেশে নিক্সন কন্যা বলেন, আমি বিদেশে থাকি। বাবার নির্বাচনের জন্য দেশে এসেছি। সত্যি কথা বলতে গত দশ বছর আমার বাবাকে আমার চেয়ে আপনারা বেশি সময় কাছে পেয়েছেন। সুখে দুঃখে আমার বাবা সব সময় আপনাদের পাশে থাকেন। তিনি এলাকায় অনেক উন্নয়ন করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ঈগল মার্কায় ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন।

jagonews24

সমাবেশে নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন, আজ থেকে আমার মেয়ে নাজুরা মুজিব চৌধুরীর রাজনীতিতে অভিষেক হলো। আমার মতো আমার মেয়েও সব সময় আপনাদের পাশে থাকবে। রাজনীতে তার হাতেখড়ি হলো। এখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু।

তিনি আরও বলেন, ওর জন্য সবাই দোয়া করবেন। নাজুরা দেশের বাইরে পড়ালেখা করছে, সে যেন ডাক্তার হয়ে আপনাদের সেবা করতে পারে। আমি এলাকায় যে হাসপাতাল বানাবো সেখানে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার মানুষ বিনা খরচে চিকিৎসা নিতে পারবে। ওই হাসপাতাল পরিচালনা করবে আমার মেয়ে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।