হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৬


প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৪

ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের সুতাংয়ে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৭টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি এজাজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘন কুয়াশার কারণে সুতাং ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির পেছনে থাকা যাত্রীবাহী চান্দের গাড়িখ্যাত জিপ ও ট্রাক্টর এসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উপর আঁচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার ২ যাত্রী মারা যায়। গুরুতর আহত হয় অন্তত ১৮ জন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলো- বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের হারিছ মিয়ার স্ত্রী নকুল বিবি, তার মেয়ে আম্বিয়া খাতুন, চুনারুঘাটের মুখলিছ আলী, মৌলভীবাজারের বর্শিজুড়া গ্রামের মাহমুদুল হক, মুজিবুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলার মৃত্তিকা চা বাগানের ইউসুফ মিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।