বাড়ি ফেরার পথেই প্রাণ গেলো শিক্ষক তারেকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি দিনাজপুর (হিলি)
প্রকাশিত: ১২:০৫ এএম, ২২ ডিসেম্বর ২০২৩

দিনাজপুরের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের জনতা ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেকুজ্জামান চৌধুরী পৌর শহরের টিএন্ডটিপাড়া মহল্লার মৃত তাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমি নামের একটি বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করতেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শেষে বাড়ি ফিরছিলেন তারেক। পথে পৌর শহরের জনতা ব্যাংক এলাকায় পৌঁছালে একটি পাথর বোঝায় ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তারেকের মৃত্যু হয়।

ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তারেক নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাহাবুর রহমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।