ময়মনসিংহে একই পরিবারের চারজন খুন
ময়মনসিংহে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং তার স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা করেছে একদল সন্ত্রাসী।
মঙ্গলবার ভোরে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শফিকুল ইসলাম বাচ্চু ও তার স্ত্রী শেফালী (২৮), মেয়ে জিনিয়া (৬) ও হুসনার (২)।
নিহত বাচ্চু ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।