ফেনীর পুলিশ সুপার

ব্যালট-বক্স রক্ষায় গুলির নির্দেশ রয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ব্যালট ও ভোট বাক্স রক্ষায় গুলি করার নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলার দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তার ওপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।

তিনি বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ কারণে এবার ভোটে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ফেনী-৩ আসনে লাঙ্গল ও ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা 

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-৩ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যেন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সেজন্য আমরা এ উদ্বুদ্ধকরণ সভার করছি।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। তারা ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দেবেন।

ফেনী জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা, দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম প্রমুখ।


আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।