প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম স্বতন্ত্র প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০১ জানুয়ারি ২০২৪

শরীয়তপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী।

সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে প্রশাসনকে এ আল্টিমেটাম দেন তিনি।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, আমাদের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনায় করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন জানে অপরাধীরা কোথায় আছে। প্রতি মুহূর্তে এসকল অপরাধীরা যারা শুধু আজকের মামলার আসামি নয়, আগেরও হত্যা মামলার আসামি, নৌকার বিভিন্ন ক্যাম্পে মন্ত্রীর (এমকেএম এনামুল হক শামীম) সঙ্গে তাদের প্রকাশ্যে ছবি দেখা যাচ্ছে। আমি প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই, যদি প্রশাসন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে পরবর্তীতে আমি আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। এ সকল সন্ত্রাসীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

এ সময় তিনি বলেন, নৌকা প্রার্থীর লোকজন হয়রানি করতে আমাদের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা যে মামলাগুলো করেছে তাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকজনকে আসামি করা হয়েছে। কিন্তু যেসব ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেসময় আমাদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন না। আমাদের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমাদের দুজন কর্মীকে গ্রেফতারও করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী নড়িয়ার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বলেন, নড়িয়া-সখিপুরে দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে জোয়ার দেখা গেছে তা আমার নির্বাচনী এলাকায় গত পাঁচ বছরে পরিপূর্ণভাবে দেখা যায়নি। বিগত ৫ বছরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দৃশ্যমান অবমনন ঘটেছে। মতামতের ভিন্নতা থাকায় নিজ দলের অনেককে বিনা কারণে জেলহাজতে যেতে হয়েছে। আমরা তার পরিবর্তন চাই। কারো মতামতের ভিন্নতার কারণে আমি আমার রাজনৈতিক ফায়দা হাসিল করতে কখনোই কাউকে হয়রানি করবো না বলে প্রতিশ্রুতি দিচ্ছি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব এ বিষয়ে জাগো নিউজকে বলেন, প্রশাসন ঘরে বসে নেই। অপরাধীদের ধরতে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। হামলার ঘটনায় গতকালও ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি (স্বতন্ত্র প্রার্থী) এই অভিযোগ কেন করেছেন তা বুঝতে পারছি না।


বিধান মজুমদার অনি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।