তাপস হত্যাকাণ্ডে অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তাপস সরকার নামে ছাত্র নিহতের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তাপসের বন্ধু সংস্কৃত বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সোমবার রাত ২টার দিকে হাটহাজারী থানায় এ মামলা করেন।
থানার ওসি মো. ইসমাইল জানান, এজাহারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতা আশরাফুজ্জামান আশা, রুবেল দে, সাহরিদ শুভ, ফরহাদ হোসেন, এনামুল হাসেন অভি, সোহেল খান, রাশেদ হাসানসহ ৩০ জনের নাম দেয়া হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে ফেরার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের বগি ভিত্তিক দুই সংগঠন ‘ভি-এক্স’ ও ‘সিএফসি’।
এ সময় একপক্ষের ছোড়া গুলিতে আহত হন শাহ আমানত হলের তৃতীয় তলায় থাকা তাপস। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।