নওগাঁয় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪১ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

নওগাঁয় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। দুপুর পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে।

এদিকে নির্বাচন অফিসের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত জেলার সব আসন মিলিয়ে গড়ে ৪১ শতাংশ ভোট পড়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে দুপুর ২টা পর্যন্ত জেলার অন্তত ১০টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটকক্ষের সামনে ভোটারদের সারি নেই। দুই-একজন করে ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

দুপুর দেড়টার দিকে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্র ঘুরে জানা যায়, সেখানে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১৮ শতাংশ ভোট পড়েছে।

ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা কামরান হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬ জন।’

নওগাঁয় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪১ শতাংশ

‘এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কমই বলা যায়। দুপুর ১২টা পর্যন্ত এখানে ৫০০ এর বেশি ভোট পড়েছে। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।’

ওই কেন্দ্রে ভোট দিতে আসা রমিছা বানু বলেন, ‘খুব ভালো পরিবেশে ভোট হচ্ছে। ভোট দিতে কোনো সমস্যায় পড়তে হয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১টি উপজেলায় ছয়টি সংসদীয় আসন। এর মধ্যে নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা যাওয়ায় ওই আসনটিতে নির্বাচন বাতিল ঘোষণা করা হয়।

বর্তমানে পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ প্রার্থী। এই পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। যেখানে ৬৫০টি কেন্দ্রে ৪ হাজার ১১১টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘নওগাঁর সব আসন মিলিয়ে দুপুর ২টা পর্যন্ত ৪১ শতাংশ ভোট পড়েছে। এছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

মশিউর রহমান/জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।