নৌকায় ভোট চাওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের রাজনগর উপজেলায় নৌকা প্রার্থীর প্রচারণা ও মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বিএনপি নেতা এনামুল হক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহুর রহমান স্বাক্ষরিত প্যাডে তাকে বহিষ্কার করা হয়। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।

বহিষ্কৃত এনামুল হক চৌধুরী রাজনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং রাজনগর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কৌশলে ভোট চান এনামুল হক চৌধুরী। নৌকার পক্ষে মিছিলেও অংশ নেন তিনি। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে এনামুল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, আমার প্রতি চরম মিথ্যাচার করা হয়েছে। আমি মিছিলে অংশ নেইনি। জেলা পরিষদ নির্বাচনের ছবি ব্যবহার করে আমাকে বহিষ্কার করা হয়েছে। তবে আমি বহিষ্কার হওয়ায় খুশি। এতো মিথ্যাচার সহ্য করতে পারি না। এখন পুলিশ আমার বাড়িতে আসবে না।

অন্য কোনো রাজনীতিক দলে সম্পৃক্ত হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না তবে জিল্লুর রহমান বা অন্য কোনো ব্যক্তি ভালো কাজ করলে তাকে সহযোগিতা করবো।

এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।