নির্বাচন পরবর্তী সহিংসতা

নৌকার সমর্থকের বাড়িতে হামলা, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১০ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর সমর্থক ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শিলইয়ের মধ্যকান্দি এলাকায় ঘটনা ঘটে।

এতে শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসেদ খান (৪১), তার স্ত্রী মালা বেগম (৩৫), ছেলে সামির খান (১৫) ও মেয়ে মরিয়ম আক্তার জয়া (২২) আহত হয়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ মুন্সিগঞ্জ-৩ আসনে বিজয়ী কাঁচি প্রতীকের প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচনে শিলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাসেদ খান নৌকার সমর্থক ছিলেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থকদের বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আনিস মিঝির নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল বন্দুক, দা, চাইনিজ কুড়াল নিয়ে বাসেদের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী, ছেলে ও মেয়েকেও তারা আহত করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত বাসেদ খান বলেন, নৌকার নির্বাচন করে এ ধরনের বর্বরতার শিকার হলাম। এলাকার নৌকার সমর্থক অন্যান্যরাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আহতদের ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।