এতিমখানায় গেলো ২ হাজার কেজি জাটকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে জব্দকৃত জাটকা স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খান বাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এসব জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ভোলা থেকে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানা গেছে। এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে।

jagonews24

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে মাওয়া অবস্থান নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে সন্দেহভাজন একটি ট্রাকে আটককে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জাটকা জব্দ করা হয়।

যৌথ অভিযানে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ও মাওয়া কোস্ট গার্ডের একটি দল অংশ নেন।

আরাফাত রায়হান সাকিব/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।