মৌলভীবাজার

কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সাতবারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকায় মন্ত্রীর বাসভবনে ফুলের শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, যুগ্ম-সম্পাদক ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামীগের সভাপতি আকবর আলী, আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহিদ, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌউছ উদ্দিন লিক্সনসহ প্রমুখ।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।