গাজীপুরে পুনাকের খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

গাজীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন গাজীপুর পুনাকের সভানেত্রী জিনিয়া ফারজানা। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল আট কেজি চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং একটি কম্বল।

jagonews24

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর পুনাকের সহ-সভাপতি নুরুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক তাজরিয়ান রবি স্বর্ণ, কোষাধ্যক্ষ সায়েমা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান।


আমিনুল ইসলাম/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।