ছেলের মৃত্যুর একঘণ্টা পর মারা গেলেন মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর একঘণ্টা পর মারা গেছেন মা৷

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়ায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন, ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তার ছেলে সাগর মিয়া (৩৮)।

এলাকাবাসী জানান, উচ্চ রক্তচাপজনিত কারণে ছেলে সাগর মারা যাওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মা মোর্শেদা বেগম মারা যান। একই সঙ্গে মায়ের মা, ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাগরের চাচাত ভাই মনির হোসেন জানান, সাগর মিয়া আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শোনে মা মোর্শেদা বেগম হৃদরোগে আক্রান্ত হন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে রাত ১০ টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় অটোরিকশা চালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে তার মাও মারা যায়। ঘটনাটি খুবই হৃদয়বিদায়ক।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।