ব্রিজ থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় শিমুল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রাকিব (৩১) আরও একজন।

১৯জানুয়ারি (শুক্রবার) দুপুর সোয়া ১টায় মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটিয়াপাড়া বাজারে আন্ডারপাস দিয়ে ওভার ব্রিজের হয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকা অভিমুখে যাওয়ার সময় প্রাইভেটকারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে ছিটকে পড়ে নিহত হন শিমুল। এসময় তার সঙ্গী রাকিব আহত হন। রাকিব ভোলা জেলার মফিজুরের ছেলে বলে জানা যায়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জাগো নিউজকে জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরিফ উর রহমান টগর/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।