ফাইলা পাগলার মেলা: গাঁজা বিক্রির অর্ধশতাধিক খুপরি উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:২১ এএম, ২০ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের সখীপুরে ফাইলা পাগলার মেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় গাঁজা সেবনের অভিযোগে অর্ধশতাধিক খুপরি ঘর উচ্ছেদ করে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে দাঁড়িয়াপুর ফাইলা পাগলার মাজারের আশপাশে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ঐতিহ্যবাহী ফাইলা পাগলার মেলা থেকে মাদকদ্রব্য জব্দের লক্ষ্যে শুক্রবার বিশেষ অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ করা হয় মাদক বিক্রি ও সেবনের ৫০-৬০টি খুপরি। এসব খুপরি ঘর থেকে বিক্রি করা গাঁজা স্থানীয় যুবকরা কিনে সেবন করছিলেন। আবার কেউ কেউ খুপরিতে আসর বসিয়েছিলেন।

jagonews24

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, মেলায় অস্থায়ীভাবে স্থাপন করা ছাপড়া বা খুপরিতে গাঁজা বিক্রি ও সেবন করা হয়। ওই সব খুপরি উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মেলা পরিচালনা কমিটিকেও সতর্ক করা হয়েছে।

ফাইলা পাগলার মেলা প্রায় ৭৪ বছর ধরে হয়ে আসছে। রজব মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয়ে চলে মাসব্যাপী। ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা থাকে সারা মাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ব্যান্ড পার্টিসহ মানত করা মোরগ, খাসি, গরুসহ নানা পণ্য নিয়ে মাজারে আসে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।