টাঙ্গাইল

তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, তবু স্কুল খোলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তিতে পড়েছেন।

জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা লুৎফর রহমান বলেন, সকালে তাপমাত্রা মাপার পর আবহাওয়া অফিস রিপোর্ট পাঠাতে বিলম্ব করে। সকালে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বলেন, আবহাওয়া অফিসের রিপোর্ট পেতে দেরি হয়। আমরা যখন খবর পাই তখন প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়ে যায়। তাই স্কুল বন্ধ রাখা সম্ভব হয়নি।

এদিকে শিক্ষকরা বলছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে কোনো নির্দেশনা না থাকায় যথারীতি ক্লাস চলছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।