মির্জাপুর

নারী সদস্যকে ধর্ষণের হুমকি, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৩ জানুয়ারি ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান গঠন না করা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর, কাবিখা, এডিপি ১ শতাংশ এলজিএসপি এবং উন্নয়ন সহায়তা তহবিলের অর্থ ভুয়া প্রকল্প দেখিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়।

এ ছাড়া মাসিক সভাসহ অন্যান্য সভা আহ্বান না করা, হোল্ডিং ট্যাক্স মওকুফকরণ, সংরক্ষিত নারী সদস্যকে চেয়ারম্যানের ভাতিজা খায়রুল ইসলামকে দিয়ে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার পরিষদ ওই নেতাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার বলেন, সাময়িক বরখাস্তের চিঠির কথা জানতে পারলেও হাতে পাননি। পত্র পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এস এম এরশাদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।