পার্বতীপুরে মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড


প্রকাশিত: ১০:০২ এএম, ০৯ এপ্রিল ২০১৬

দিনাজপুরের পার্বতীপুরে নাইমুর রহমান হিরা (৩০) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।

হিরা পার্বতীপুর শহরের রুস্তম নগর মহল্লার মৃত এজাজুল হকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে নাইমুর রহমান হিরাকে গাঁজা সেবনকালে আটক করা হয়। পরে তাকে দুপুর ২টার দিকে ভ্রাম্যামাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।  

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।