দাদিকে বাঁচাতে গিয়ে খুন হলো নাতি
কক্সবাজারে সন্ত্রাসীদের হাত থেকে দাদিকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন আলাউদ্দিন (১৫) নামে এক কিশোর।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের ছেলে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মমিন নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহত আলাউদ্দিনের দাদি সমিতিপাড়া বাজারে চা বিক্রির দোকান করতো। ছোট দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে প্রায়ই চায়ের বিল দেননা তারা।
বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিলেন। এসময় তাদের সাথে চা বিক্রেতার সঙ্গে বাকবিতাণ্ডার একপর্যায়ে বৃদ্ধাকে মারতে যান তারা। দুর্ব্যবহারের কথা শুনে দোকানে আসলে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন বৃদ্ধার নাতি আলাউদ্দিন। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী মিলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আব্দুর রহমান জানান, ফয়েজ নামে কাউকে তিনি চেনেন না।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন, বৃদ্ধের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
সায়ীদ আলমগীর/এনআইবি/এএসএম