বিজিপি সদস্যদের দেখতে হাসপাতালে বিজিবি মহাপরিচালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ সংশ্লিষ্টরা তাকে স্বাগত জানান।

jagonews24

বিজিবি মহাপরিচালক আহত বিজিপি সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। পরে বিজিবি মহাপরিচালক হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

এর আগে সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শনে কক্সবাজার আসেন বিজিবিপ্রধান।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।