পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত


প্রকাশিত: ০২:৩১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৪

পঞ্চগড়ের শিংরোড সীমান্তে বিএসএফের গুলিতে কালাম আজাদ নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

বুধবার সন্ধার পর সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্তের ৭৫৪ নং মেইন পিলার এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

বিজিবি ও সীমান্তবাসী সূত্র জানায়, চাকলাহাট ইউনিয়নের রতনিবাড়ি হাট থেকে ওই এলাকার কৃষক আবুল কালাম আজাদ (৪২), মো. আলমগীর (৪০) এবং মো. সুফিয়ার (৪৫) সীমান্ত লাগোয়া সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ভারতের ১০২ খয়েরবাড়ি বিএসএফ ব্যাটালিয়নের সাকাতি বিওপির সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি করে। এ সময় আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় অন্য দুইজনও সামান্য আহত হয়েছেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ চার রাউন্ড গুলি করে। বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। অনাকাঙ্খিত এই ঘটনার জন্য প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।