শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হানিফ, সম্পাদক তাজুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবু হানিফ মিয়া সভাপতি ও অ্যাডভোকেট তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুজনই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের প্রার্থী ছিলেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সমিতির ভবনে সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিশন সূত্র জানায়, ২০২৪ সেশনে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ভোটার ছিলেন ২৮৫ জন। এরমধ্যে ভোট প্রয়োগ করেছেন ২৭২ জন। এবছর আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ পাঁচ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত সাদা প্যানেলের দুজন ছাড়া সবাই বিজয়ী হয়েছেন।

সহ-সভাপতি পদে ছাইদুর রহমান ছাইদ, যুগ্ম সম্পাদক পদে জামাল ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদে রাধা রানী দে নির্বাচিত হন।

এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান রনি ও অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র।

ফলাফল ঘোষণার সময় সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুমের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম, নির্বাচন কমিশনার মো. কবির হোসেন, মৃধা নজরুল কবির ও তারিকুল ইসলাম সোহাগ।

নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ মিয়া বলেন, আমাকে সভাপতি পদে ভোট দিয়ে নির্বাচিত করায় সব আইনজীবীদের কাছে কৃতজ্ঞ। আমি সব সময় তাদের পাশে থাকবো।

বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।