ট্রেন বাড়ানোসহ বন্ধ স্টেশন চালুর সিদ্ধান্ত হয়েছে: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০১ মার্চ ২০২৪

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ট্রেন বাড়ানোসহ বন্ধ স্টেশন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের টিকেট শুধু অনলাইনে বিক্রি হবে না স্টেশনেও পাওয়া যাবে। শুক্রবার (১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মো. জিল্লুল হাকিম বলেন, বন্ধ স্টেশন গুলো চালু করার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষা হয়ে গেছে। যারা পাশ করবে তাদের ট্রেনিং দিয়ে স্টেশনগুলো চালু করা হবে।

এ সময় স্টেশন প্রাঙ্গনে জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম সফিকুল মোরশেদ আরুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।