২৯ বছরে ১৬১৬ শিশুর স্বাভাবিক প্রসব করান আছিয়া
২৯ বছরের কর্মজীবনে এক হাজার ৬১৬ শিশুর স্বাভাবিক প্রসব করিয়েছেন মৌলভীবাজারের স্বাস্থ্যকর্মী আছিয়া বেগম। গর্ভবর্তী মায়েদের স্বাভাবিক প্রসবে বিশেষ অবদানের জন্য ২০১২ সালের ২৮ মে সেরা স্বাস্থ্যকর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন। এ কাজে কৃতিত্বের জন্য এবার তাকে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুনাকের মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক উপপরিদর্শক (এসআই) রুমি ইসলাম সদর উপজেলার সাধুহাটিস্থ সুন্দর মিয়া কমিউনিটি ক্লিনিকে উপস্থিত হয়ে আছিয়া বেগমের হাতে ফুলের তোড়া এবং শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুনেদ আহমেদ উপস্থিত ছিলেন।
আছিয়া বেগম মৌলভীবাজার সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী হিসেবে মনুমুখ ইউনিয়নের কমিউনিটিতে ক্লিনিকে কর্মরত।
উপহার পেয়ে আছিয়া বেগম জাগো নিউজকে বলেন, ১৯৯৫ সালে কাজে যোগদানের পর থেকে এই ক্লিনিকেই কর্মরত আছি। নরমাল ডেলিভারির মাধ্যমে মায়েদের বাচ্চা প্রসবে উৎসাহী করতে চেষ্টা করেছি। যতদিন বেঁচে আছি দায়িত্ব নিয়ে গর্ভবর্তী মায়েদের জন্য কাজ করতে চাই।
তিনি জানান, পুনাকের এ সম্মাননা ও শুভেচ্ছা উপহার কাজে আগ্রহ বাড়াবে। পুনাক ও মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আছিয়া বেগম।
এ বিষয়ে রুমি ইসলাম জানান, আছিয়া এ অঞ্চলের মায়েদের আস্থায় পরিণত হয়েছেন। প্রসবের সময় আসলে মায়েরা আছিয়া বেগমের কাছে চলে যান। স্বাস্থ্য কর্মী আছিয়া বেগমের কাজের স্বীকৃতি স্বরূপ বিশ্ব নারী দিবস উপলক্ষে মৌলভীবাজার পুনাকের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয়।
এনআইবি/এমএস