সিরাজগঞ্জ
জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত লাবু
সিরাজগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে জিপ গাড়ি প্রতীকে বেসরকারিভাবে জয়ী হয়েছেন শামীম তালুকদার লাবু। তিনি সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।
লাবু মোট ভোট পেয়েছেন ৬৩৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকে মকবুল হোসেন মুকুল পেয়েছেন ৫০৬ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার এক হাজার ১৯৬ জন। এদের মধ্যে ভোট দেন এক হাজার ১৯১ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এরপর থেকে পদটি শূন্য ছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, জেলায় ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১২৮ ভোটে বিজয়ী হয়েছেন জিপগাড়ি প্রতীকের শামীম তালুকদার লাবু।
নির্বাচনে শওকত আলী সেলিম হেলিকপ্টার প্রতীকে ৩৪ ভোট, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীকে দুই, আব্দুর রহমান চশমা প্রতীকে পাঁচ ও রেফাজ উদ্দিন আনারস প্রতীকে ১০ ভোট পেয়েছেন।
এম এ মালেক/এসআর/জেআইএম