৫ দিনের রিমান্ডে ছাত্রকে গুলি করা সেই শিক্ষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১১ মার্চ ২০২৪

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমীনকে (তমাল) গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দুপুর দেড়টায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন ৫ দিনের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন জাগো নিউজকে বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, ও তার অস্ত্রের উৎপত্তি কোথায় ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে আজ শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত বুধবার (৬ মার্চ) সকালে এই আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

এম এ মালেক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।