শিশু খাদ্যে কেমিক্যাল, চাঁদপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ মার্চ ২০২৪

শিশু খাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রং ব্যবহার করার দায়ে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের ষ্টোরের মালিক আনাছকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম অভিযুক্ত ব্যবসায়ীর উপস্থিতিতে এ রায় দেন।

এর আগে খাদ্যে ভেজাল বিষয়ে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ২০২৩ সালের ৯ নভেম্বর হাজীগঞ্জ টোরাগড় মজুমদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ এনায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ওই সময় হাজী আবু তাহের স্টোরে শিশুদের খাদ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত কাপড়ের রং এবং অননমোদিত সোডিয়াম মিশিয়ে তৈরি চকলেট, আইস ললিপপ, ক্যান্ডি চকলেট, লিচু, রং মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

শিশু খাদ্যে কেমিক্যাল, চাঁদপুরে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

স্বাস্থ্য পরিদর্শক সামছুল ইসলাম জাগো নিউজকে জানান, তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলাটি করা হয়। ব্যবাসয়ী আনাছ এসব অনুমোদনবিহীন কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

শরীফুল ইসলাম/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।