চৈত্রের শুরুতে বাজারে তরমুজ, দামও চড়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৫ মার্চ ২০২৪

চৈত্রের শুরুতেই ট্রলার বোঝাই তরমুজ আসতে শুরু করেছে চাঁদপুরে। বিশেষ করে সিয়াম সাধনার এ মাসকে ঘিরে বাজারে চাহিদা বেশি থাকায় তরমুজ আনছেন ব্যবসায়ীরা। তবে বাজারে ওঠা তরমুজের সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দামও চড়া।

বৃহস্পতিবার (১৪ মার্চ) চাঁদপুর জেলার সর্ববৃহৎ তরমুজ ও কাচামালের আড়ৎ শহরের ১০নং চৌধুরী ঘাট ঘুরে দেখা যায়, বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ট্রলারে করে তরমুজ আসতে শুরু করেছে। ঘাটে আসার পর তরমুজ আড়ৎগুলোতে তোলা হয়। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো, তবে চাহিদা বেশি থাকায় দামও চড়া।

চৈত্রের শুরুতে বাজারে তরমুজ, দামও চড়া

পটুয়াখালীর গলাচিপা থেকে আসা কৃষক রুবেল মাতাব্বর বলেন, গত বছর বৃষ্টির কারণে তরমুজ জমিতেই নষ্ট হয়ে যায়। এই বছর ফলন ভালো হয়েছে। এখন আবহাওয়া ঠিক থাকলে লাভ হবে। কিছু তরমুজ চাঁদপুরে এনেছি। এখানে প্রচুর চাহিদা। তরমুজ কম থাকায় দাম বেশি। সব কৃষক তরমুজ আনা শুরু করলে দাম কমবে।

তরমুজ ক্রেতা মাইনুল ইসলাম বলেন, তরমুজসহ সব ধরনের ফলের দাম বেড়েছে। এক একটি তরমুজ ৩০০-৬০০ টাকা। বাজারে আসা তরমুজগুলো অপরিপক্ক এবং ছোট। কিন্তু দাম বেশি। প্রতিদিন বাজার মনিটরিং করা উচিত বলে জানান তিনি।

চৈত্রের শুরুতে বাজারে তরমুজ, দামও চড়া

চাঁদপুর চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার বলেন, গত বছর তরমুজ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছিল। এ বছর এখনো মৌসুম শুরু হয়নি। আড়তে প্রতিদিন কিছু কিছু তরমুজ আসে। কিন্তু খুচরা ব্যবসায়ী দ্বিগুণ। সরবরাহ কম, চাহিদা বেশি। এই জন্য দামও বেশি। কিছুদিন পর একযোগে তরমুজ আসতে শুরু হলে দাম এমনেই কমে যাবে।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।