‘ছোট সাইজের তরমুজ ৪০০ টাকা হয় কী করে?’
চাঁদপুরে সরবরাহ থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। শহরের চৌধুরী ঘাট এলাকায় আকারভেদে প্রতিপিস তরমুজ কিনতে হচ্ছে ৩০০-৭০০ টাকায়। বাড়তি দামে তরমুজ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুন হাওলাদার বলেন, রমজানের শুরু থেকে কিছু তরমুজ বাজারে আসা শুরু করে। তবে এখন প্রচুর তরমুজ আসা শুরু হয়েছে। এখন তরমুজের প্রচুর চাহিদা, তাই দামও বেশি।

তিনি আরও বলেন, এখনো তরমুজের পুরোপুরি মৌসুম শুরু হয়নি। যে কারণে কিছুটা অপরিপক্ক। ছোট তরমুজ প্রতি ১০০ পিস ৩০-৪০ হাজার, মাঝারি ৫০- ৫৫ হাজার এবং বড় সাইজের তরমুজ ৬০-৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
রেলওয়ে কোর্টস্টেশন এলাকায় তরমুজ কিনতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘তরমুজের দামে ডাকাতি ছাড়া কিছুই না। তরমুজ খাওয়া বাদ দিয়ে দেবো। ছোট আকারের তরমুজ ৪০০ টাকা হয় কী করে? ব্যবসায়ীরা জুলুম শুরু করে দিয়েছে।’

তরমুজ ব্যবসায়ী মুনাফ মিজি বলেন, ‘আমাদের বেশি দাম দিয়ে আড়ত থেকে তরমুজ কিনে আনতে হয়। এরপরও বিভিন্ন খরচ আছে। বাড়িয়ে না বিক্রি করলে আমাদের পোষাবে কী করে?’
এ বিষয়ে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন, প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে আমাদের অভিযান পরিচালনা হচ্ছে। এরইমধ্যে শহরের বিভিন্ন স্থানে ফল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। যেখানে অভিযোগ থাকবে, সেখানেই অভিযান চালানো হবে।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম