১৭০ কেজি জাটকা গেলো এতিমখানায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২০ মার্চ ২০২৪

শরীয়তপুরের গোসাইরহাটে ১৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। পরে জব্দ করা মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (২০ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার কুচাইপট্টি এলাকায় জাটকা মাছ বিক্রি করে আসছিলেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি টিম কুচাইপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৭০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে। তবে মাছ বিক্রি করা লোকজন পালিয়ে চলে যায়। পরে সেসকল জাটকা মুন্সীবাড়ি নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এ এতিমখানা, জামেয়া মোহাম্মাদীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিংসহ কয়েকটি এতিমখানায় মাছগুলো বিতরণ করা হয়।

১৭০ কেজি জাটকা গেলো এতিমখানায়

এ বিষয়ে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, গোপনের সংবাদের ১৭০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় এর সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে আমাদের এ অভিযান অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।