হাসপাতালে শিশুর মৃত্যু, সেই চিকিৎসককে কুড়িগ্রামে বদলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২১ মার্চ ২০২৪

শরীয়তপুর সদর হাসপাতালে চারমাস বয়সী শিশু মুসাফিরের মৃত্যুর ঘটনা তদন্তে চিকিৎসক শরীফ-উর রহমানের অবহেলার বিষয়টি উঠে এসেছে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে তাকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসক শরীফ-উর রহমানের বদলির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান।

হাসপাতাল ও তদন্ত কমিটি সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ (বুধবার) রাতে ঠান্ডাজনিত সমস্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং এলাকার রাজিব শেখ ও রুবিনা দম্পতির শিশুপুত্র মুসাফিরের। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরীফ-উর রহমানের বিরুদ্ধে।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে পরের দিন বৃহস্পতিবার দুপুরে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক হোসনে আরাকে প্রধান করে সিনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) আতিকুর রহমান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্ত শেষে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করেন। পরে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসক শরীফ-উর রহমানকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে সরিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, শিশু মুসাফিরের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটিতে চিকিৎসক শরীফ-উর রহমানের অবহেলার বিষয়টি উঠে আসে। আমরা সেই তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠালে গতকাল চিকিৎসক শরীফ-উর রহমানকে আমাদের হাসপাতাল থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়েছে। আমরা আজ সেই বলদির আদেশ হাতে পেয়েছি, দুই-এক দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে।

বদলির পাশাপাশি চিকিৎসক শরীফ-উর রহমানকে অন্য কোনো শাস্তির আওতায় আনা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা তদন্ত প্রতিবেদনে যা পেয়েছি তা স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি। বিষয়টি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে, তারা চিকিৎসক শরীফ-উর রহমানকে বদলির পাশাপাশি অন্য কোনো শাস্তির আওতায় আনেন কিনা, সেটা তারাই ভালো বলতে পারবেন।

শরীয়তপুর সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসক শরীফ-উর রহমানের শাস্তির দাবি ও ক্ষতিপূরণ চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সেখান থেকে নির্দেশনা আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।